৩১ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।


এবারের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফেনী জেলায় সাফল্যের চূড়ায় রয়েছে ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের মেয়েরা। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঘোষিত ফলাফলে দুই পরীক্ষাতেই এ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।


এ বছর জেএসসিতে সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৮৯ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়। জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১০১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পায় বিদ্যালয়ের মেয়েরা।


অপরদিকে প্রাথমিক সমাপনীতে ১৫৯ জন শিক্ষার্থীর সবাই পাশ করে। এ পরীক্ষাতেও জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১৫৯ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ জানান, বাচ্চারা পরিশ্রম করেছে, তার ফল তারা পেয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাচ্চাদের উপর চাপ প্রয়োগ না করে তাদের পছন্দের উপর জোর দিন। তারা লেখাপড়ায় আরও ভালো করবে।