ফেনী সদরের ফাজিলপুরে কৃষকের জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে যুবলীগ। আজ সোমবার (১ মে) সকালে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের কৃষক রবিউল হক রবির ৫০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে নেতাকর্মীরা। যুবলীগের পক্ষে জানানো হয়, বোরো মৌসুমে ধান কাটা শেষ হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।

ফেনী সদর উপজেলা যুবলীগের আয়োজনে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টার, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, সাধারণ সম্পাদক করিমউল্যাহ আজাদ, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সালসহ ৫০ অধিক নেতাকর্মী।

কর্মসূচি প্রসঙ্গে রাজীব চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খাঁন নিখিলের আহবানে দেশব্যাপী যুবলীগের ধানকাটা কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় চলতি বোরো মৌসুমে শ্রমিক সংকট মোকাবেলায় ফেনী জেলা যুবলীগ ধানকাটা কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলার যেকোনো প্রান্তে কৃষক সহযোগিতা চাইলে মাঠ হতে ফসল ঘরে তুলতে যুবলীগ তাৎক্ষণিক কাজ করবে।