ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'তথ্য আপা' তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি মহিলা উদ্যোক্তাদের নিয়ে দাগনভূঞা উপজেলা তথ্যকেন্দ্র এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

প্রকল্পের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অংশ নেয় দাগনভূঞা উপজেলা তথ্যকেন্দ্র। 

জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে (৬ মার্চ) সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্যবিবাহসহ নারী ও কিশোরীদের জীবন-জীবিকার মান উন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে ও নারীদের আধুনিক প্রযুক্তির সম্পর্কে সচেতনতামূলক আলোচনা হয়। 

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শম্পা, দাগনভূঞা প্রেসক্লাব সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, তথ্যসেবা সহকারী আনজুমান আক্তার, ফারজানা আক্তার ও ইয়ারপুর মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী হোসনে আরা কাউসার প্রমুখ।

উঠান বৈঠকে ৫০ জন নারী উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।