ভালো পরিবেশে কাজ করলে কাজের প্রফুল্লতা আসে, কর্মক্ষমতা বাড়ে- এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফেনীর সন্তান মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। আজ শুক্রবার (৪ নভেম্বর) বিকালে ফেনী জেলাপ্রশাসকের কার্যালয়ের ছাদ বাগান, অফিস কক্ষ, লাইব্রেরি,  প্রতিবন্ধীদের জন্য নবনির্মিত র‍্যাম্প, নতুন আঙ্গিকে সজ্জিত সম্মেলন কক্ষসহ গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে তিনি আরও বলেন, সরকারি দপ্তর জনগণের জন্য, জনগনকে সেবা দিতে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

এসময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব মোহাম্মদ সাজ্জাদ-উল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর আগে ফেনী আগমনে সার্কিট হাউজে সিনিয়র সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান ও বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম ফেনী আঞ্চলিক পরিষদসহ অন্যান্য কর্মকর্তারা। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ে সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান ফেনী পৌরসভা মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, আমাদের সৌভাগ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফেনীতে এসে আমাদের কার্যালয় পরিদর্শন করেছেন।

কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন কাজের স্বচ্ছতার বিষয় তুলে ধরে জেলা প্রশাসক বলেন, যেকোনো কাজের স্বচ্ছতা নিশ্চিতে জেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করে৷ ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা নিয়মতান্ত্রিকভাবে তাদের টাকা পেয়েছেন।তিনি জানান, কার্যালয়ে লিফট স্থাপনসহ অন্যান্য কক্ষের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হবে।

এতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ফেনী উপ পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ফেনীর সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোনেমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারীসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা।