শিশুরা কেমন পুলিশ দেখতে চায় এবং শিশুদের ভবিষ্যৎ পরিকল্পনায় তা কেমন বিষয়টি নিশ্চিত হওয়ার লক্ষ্যে ফেনীর ৬টি থানায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ফেনী পুলিশ যেমন চাই’ শিরোনামে আয়োজিত এ ব্যতিক্রমি প্রতিযোগিতা জেলা জুড়ে ব্যাপক সাড়া জাগায়। আর এতে অংশ নিতে পেরে খুশি প্রতিযোগিরা। নানা রঙে ক্যানভাসে নিজেদের ভাবনা ফুটিয়ে তোলে তারা।

প্রতিটি থানা হতে প্রতিটি বিষয়ে তিনজন করে প্রতিযোগিকে চুড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়। চুড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্যে থেকে সেরাদের নির্বাচিত করেন বিচারকরা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে নাফিসা আনজুমান, স্বপ্ন সেন, আদ্রিতা নাথ অথৈ। একইভাবে রচনা প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে সাবিহা বিনতে আজিম, সুমাইয়া রহমান, আরিফা রহমান এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে আবু তৈয়ব ইমন, নাহিদা আক্তার, জেসমিন আক্তার বিজয়ী হন। উন্মুক্ত রচনা প্রতিযোগিতায় নজরুল ইসলাম, মো: আবু হানিফ, নাইমা তাবাসসুম যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হন।