২ ডিসেম্বর, ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক ।।

 

সরকার নির্ধারিত ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির খবর শুনে আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে শহরের গাজী ক্রস রোড থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে আসেন গৃহীনি জাহানারা বেগম। টিসিব’র পেঁয়াজ বিক্রির কার্যক্রমে প্রথম ক্রেতা তিনি। ভ্রাম্যমান দোকানে (ট্রাকে) ১ কেজি পেঁয়াজ কিনে ৫০ টাকার নোট প্রদান করেন জাহানারা।

এসময় প্রথম ক্রেতা হওয়ায় টিসিবি’র লোকদের কাছে ভাংতি টাকা না থাকায় তার কাছে চাইলে তিনি বলেন, ‘‘ থক্ থক্, টেঁয়া লাইগতো ন, ২২০ টেঁয়া দি পেঁয়াজ কিনছি। আইজ্জা ৪৫ টেঁয়া দি কিনছি। ৫ টাকা বেশি দিলেও ক্ষতি অইতো ন।”

আজ শহরের ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গন ও জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। কম দামে পেঁয়াজ কিনতে শহরের দুই স্থানে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। মূলত তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে সেখানে। সোমবার ও মঙ্গলবার দুই দিন পেঁয়াজ বিক্রি করা হবে জানায় টিসিবি’র ডিলার মোঃ হুমায়ুন কবীর ভূঞা।