স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি হিফয মাদরাসা সমুহ খুলে দেয়া ও করোনা পরিস্থিতি থেকে জাতির উত্তরণে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে ফেনী জেলা প্রাইভেট হিফয মাদরাসা পরিষদ। আজ বৃহস্পতিবার (৬ মে) শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে মাদরাসাগুলো খুলে দেয়ার অনুরোধ জানান পরিষদের নেতৃবৃন্দ।
পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবদুল্লাহ।
মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রাইভেট হিফয মাদরাসা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইউনুছ ইদ্রিস, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক হাফেজ ক্বারী আরিফুল ইসলাম সহ পরিষদের নেতৃবৃন্দ।
ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবদুল্লাহ বলেন, গত বছর করোনা পরিস্থিতিতে সরকার হিফয মাদরাসা সমুহকে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার অনুমতি দিয়েছিলো। সরকার নির্দেশ মোতাবেক সকল মাদরাসা স্বাস্থ্যবিধি নিশ্চিত করে প্রতিষ্ঠান পরিচালনা করেছিলো। যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব খরচে পরিচালিত হয়। বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠানের মালিকগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকায় হিফয ছাত্রদের পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কুরআনে হাফেজদের স্বার্থে হিফয মাদরাসা সমুহগুলো চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। একই কথা ব্যক্ত করেন অন্যান্য মাদরাসার পরিচালকরাও।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।