করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকর করতে সোনাগাজীতে মাঠে রয়েছে প্রশাসন।

লকডাউনের প্রথম দিনে আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুরে সহকারি কমিশানার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন পুলিশ সদস্যদের নিয়ে পৌর শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এতে সোনাগাজীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম পলাশসহ পুলিশের একটি দল অংশ নিচ্ছে।

লকডাউনের প্রথম দিন সোনাগাজীতে জরুরী সেবা ছাড়া সকল ধরনের দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। গলির ভিতরে কয়েকটি দোকান খোলা থাকায় সেগুলোও বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। রাস্তায় স্বল্প সংখ্যক সিএনজি, অটোরিকশা ও জরুরী সেবা পণ্যের গাড়ি ছাড়া কোন ধরনের যানবাহন চোখে পড়েনি। দুপুর পর্যন্ত সাধারণ মানুষের চলাচলও ছিল সীমিত।