মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ফেনীতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান এর উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনীর ক্রীড়াঙ্গনের গৌরবজ্জ্বল সাফল্যের কথা তুলে ধরেন জেলা প্রশাসক।


বক্তব্য শেষে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী ফেনী সদর উপজেলা ও সোনাগাজী উপজেলার খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা। টুর্নামেন্টে ছয় উপজেলার ৬টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা এবং সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব।


জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্রিকেট উপ-কমিটির সদস্য শরীফুল ইসলাম অপু।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতায়োর রহমানসহ ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।