আনুষ্ঠানিকভাবে ফেনী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে বিদায়ী মেয়র হাজী আলাউদ্দিন তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী মেয়র হাজী আলাউদ্দিন নিজের দায়িত্বকালীন সময়ে অসমাপ্ত কাজ বাস্তবায়নে নব নির্বাচিত পৌর পরিষদের প্রতি আহ্বান জানান।


নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে হাজী আলাউদ্দিন বলেন, আপনারা যে দায়িত্ব পেয়েছেন এই কাজের সুনামের সাথে নিজাম হাজারী ও আলাউদ্দিন নাসিমের সম্মান যেভাবে জড়িত থাকবে, দুর্নামের সাথেও তাদের নাম জড়িত থাকবে। সেই হিসেবে আপনারা কাজ করবেন যাতে কোন দুর্নাম না হয়। এসময় ফেনী পৌরসভার উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন হাজী আলাউদ্দিন ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


পৌরসভার হিসাবরক্ষক আমিনুল ইসলাম হাজারীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেয়র স্বপন মিয়াজী, পৌর কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, আশ্রাফুল আলম গীটার, বাহার উদ্দিন বাহার, সাহাব উদ্দিন তছলিম, সেলিনা চৌধুরী শেলী, হাসিনা আক্তার নিঝুম, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, মাহতাব উদ্দিন মুন্না, মুজিবুর রহমান ভূঞা, মনির আহাম্মদ, আমেনা মজুমদার প্রমুখ। পৌর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন পৌর সচিব আবু জর গিফারী, মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা।
অনুষ্ঠানে ফেনী পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলররা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শপথ নেন ফেনী পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা।