২৫শ বর্গফুটের ছাদে শোভা পাচ্ছে পুদিনা পাতা, বেগুন, মাল্টা, স্ট্রবেরি, ক্যাপসিকাম, কমলা, সূর্যমুখী, আম, লিচুসহ ফুল, ফল, সবজি মিলিয়ে প্রায় ৪৪ প্রজাতির গাছ। গাছে গাছে ঝুলে আছে বিভিন্ন রকমের ফল, ফুলসহ নানান রকমের সবজি। ব্যক্তিগত উদ্যোগে কৃষি ব্যাংক ফেনী শাখার ছাদে এমনি এক মনোমুগ্ধকর ছাদ বাগান করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফেনী অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান।
গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারী) বিকালে ব্যাংক কর্মকর্তার আমন্ত্রণে বাগানটি পরিদর্শনে যান জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, জমিতেও যেসব সবজি মানুষ চাষ করার কথা চিন্তা করতে পারেনা সেসব প্রজাতির সবজি ফুল ফলের দেখা মিলছে এই ছাদে যেটি খুবই মনোমুগ্ধকর। এমন ছাদ কৃষির ফলে মানুষ তার দৈনন্দিন সাংসারিক জীবনের খাবারের যে প্রয়োজন তা মিটাতে পারবেন।
জেলা প্রশাসক বলেন, এই ছাদে স্ট্রবেরি হতে শুরু করে ক্যাপসিকাম যেগুলো বাজারে অনেক দাম ওগুলো সহ অনেক রকমের ফুল ফল সবজির গাছের দেখা মিলছে। যেগুলোর মানও অনেক বেশী ভালো। স্বাস্থ্যকর পরিবেশে এগুলো বেড়ে উঠছে। এসময় তিনি যাদের বাসার ছাদে খালি জায়গা আছে অথবা বাসার আশেপাশে খালি জায়গায় বাগান করার পরামর্শ দেন।
ছাদ কৃষির উদ্যোক্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, কৃষি আমার অনেক পছন্দের। তাই কৃষির সাথে সম্পৃক্ত থাকার উদ্দেশ্য আমার নিজ চেষ্টায় মাত্র ৮০ হাজার টাকা ব্যায়ে ছাদে এ বাগান করেছি। কীটনাশকমুক্ত সবজি ও ফল উৎপাদন করাই আমার লক্ষ্য।
একটি ফল খেলে সবজি খেকে কীটনাশকমুক্ত খাবো। তিনি বলেন, এইখানে প্রায় ৪৪ প্রজাতির ফুল ফল সবজিত গাছ রয়েছে। আজ থেকে ৬০ দিন আগে এগুলো লাগিয়েছিলাম। ইতোমধ্যে ৩বার শাক জাতীয় সবজিগুকো আমরা রান্না করে খেয়েছি।
মোস্তাফিজুর রহমান সকলকে সবুজায়ন ও কীটনাশক মুক্ত খাবার নিশ্চিত করতে এমন কৃষি করার আহবান জানান। এছাড়াও শহরে বসে বাসার ছাদকে কাজে লাগিয়ে এমন বাগান করলে পরিবেশসহ মানুষ উপকৃত হবে বলেন কর্মকর্তা।
কৃষি ব্যাংকের ছাদে শোভা পাচ্ছে পুদিনা, ধনিয়া পাতা,টমেটো, কলি কপি, লাল কপি,লাল শাখ, পালং শাখ, লেটুস পাতা, গোল আলু, লাল আলু, পেঁয়াজ, শসা, বরবটি, করলা, সরিষা, আম, পেয়ারা, লেবু, মাল্টা, স্ট্রবেরি, লিচু, কমলা,ডালিম, জাম্বুরা,আমলকি,মিষ্টি তেঁতুল, কাঁঠাল,সফেদা, আমড়া, গাঁদা, ডালিয়া, সূর্যমুখী, নটারফুল, পেঁপে, চিচিঙ্গা, শালগম, শিম,ঢাটাশাখ, ঢেঁডস, মূলাসহ হরেক রকমের ফুল ফল ও সবজির গাছ।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড.মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তারসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।