হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি, জহিরিয়া ও ফেনী কোর্ট মসজিদের সাবেক খতিব মাওলানা আবুল কাশেমের দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৮ অক্টোবর) বাদ আসর শহরের মিজান ময়দানে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়।

জানাযায় পৌর মেয়র হাজী আলাউদ্দিন, আলেম-ওলামাসহ হেফাজতে ইসলামের নেতাকর্মী, মরহুমের সহকর্মীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাযা শেষে তাকে ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা আবুল কাশেম

মরহুমের বড় ছেলে তৌহিদুল ইসলাম ভূঞা জানান, আজ ভোরের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মাওলানা আবুল কাশেম জীবদ্দশায় ফেনী পৌর ইমাম কমিটির সভাপতি ছিলেন। এর আগে দীর্ঘদিন ফেনী কোর্ট মসজিদের খতিব ছিলেন। এছাড়া তিনি ছিলেন ফেনী জেলা হেফাজতে ইসলামের সভাপতি, পদুয়া কাশেমুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মোঃ আলী বাজার ঈদগাহের সম্মানিত খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।