ফেনী জেলা এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ইন্ট্রা স্কুল মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জি.এ একাডেমী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

আজ বুধবার (৭ অক্টোবর) বিকাল ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছে ফেনী জি.এ একাডেমী।

তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় ১-১ গোলে ম্যাচ ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে জি.এ একাডেমীর গোলরক্ষক রানার নিপুণতায় ২-১ গোলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, লুৎফুর রহমান খোকন হাজারী, ফেন্ডশীপ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম অপু প্রমুখ। এসময় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন অতিথিরা। বিজয়ী ও বিজিত দুই দলকেই অভিনন্দন জানান তারা।

এতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহ্বায়ক এবং নন স্টপ নোটিফিকেশন বাই এসএসসি ব্যাচ-১৪ গ্রুপের এডমিন শাকের জুরাইন আলম প্রতীক। এসময় এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪ গোল করে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আজিম অপু সেরা খেলোয়াড় বিবেচিত হয়। ম্যান অব দ্য ম্যাচ হয় ফেনী জি.এ একাডেমি উচ্চ বিদ্যালয়ের গোলরক্ষক রানা।
গত ১৫ সেপ্টেম্বর জেলা এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বন্ধন ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে ১০টি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়।

এর আগে শনিবার টুর্নামেন্টের সেমিফাইনালে ট্রাইবেকারে ফেনী আলীয়া কামিল মাদ্রাসাকে (৩-১) গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে উঠে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। অপর সেমিফাইনালে ফেনী ফালাহিয়া মাদ্রাসাকে একমাত্র গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে ফেনী জি এ একাডেমি।

টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে দৈনিক ফেনী।