সোনাগাজীতে পাইকারীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সোনাগাজী বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব এ জরিমানা করেন।

নির্বাহী কর্মকর্তা জানান, আজ বাজারে পেঁয়াজ দাম মনিটরিং করতে বের হয় ভ্রাম্যমান আদালত। এসময় এক ব্যবসায়ীকে বেশি দামে পাইকারী পেঁয়াজ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে যারা সঠিক মূল্যে পেঁয়াজ বিক্রি করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

তিনি জানান, অভিযানে কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অজিত দেব জানান, একই অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও দুই ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণ ও যানবাহনের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।