যথাযথ মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে ফেনী গার্লস ক্যাডেট কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে ক্যাডেট কলেজে দিবসটি নানা কর্মসূচি পালিত হয়। বুকে কালো ব্যাজ ধারণ করে কলেজের শিক্ষক, র্কমর্কতা-র্কমচারীরা শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতি। দিবসটির শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে কলেজের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল মিলনায়তনে আলোচনা সভা ও প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিস, বিপিপি, পিএসসি, এটিসি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া আলোচনায় অংশ গ্রহণ করেন কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রশেদুজ্জামান, ওয়ার্কসপ ইন্সট্রক্টর মারিদুল ইসলাম।

সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, লেডিস ক্লাবের সদস্য এবং সকল শ্রেণির কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়েছে। কলেজের ক্যাডেটদের মধ্যে হাম্দ-নাত, চিত্রাংকন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।