করোনাভাইরাস সৃষ্ট অচলাবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন ফেনীর পরিবহন শ্রমিকরা। তাদের সহায়তায় এগিয়ে এল মেসার্স এয়াকুব ট্রের্ডাস এন্ড লজিস্টিকস ্ট্রান্সপোর্ট এজেন্সি ও আব্দুল খালেক সন্স ফিলিং স্টেশনের মালিক দোলোয়ার হোসেন বাবুল। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের সদর হাসপাতাল মোড়ে তাদের সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু ও সাবান সাহায্য হিসেবে প্রদান করা হয়।


ফেনী জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক সহ সভাপতি মরহুম এয়াকুব মিয়ার ছেলে ও পৌর আওয়ামী যুবলীগ নেতা মোঃ ইয়াসির আরাফাত দিলু তাদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন।

তিনি জানান, করোনা সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে পরিবহন শ্রমিকরা। তাই তাদের সহায়তার জন্য আমারদের প্রতিষ্ঠানের পক্ষ হতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ২য় দফায় আমরা জন শ্রমিককে সহায়তা করেছি। সামাজিক দূরত্ব নিশ্চিত করেই এসব বিতরণ করা হয়েছে।

এর আগে গত ১ এপ্রিল আরও ১০০ পরিবহন শ্রমিককে সহায়তা করে সংস্থাটি।