দাগনভূঞা উপজেলায় নিখোঁজের ৮ দিন পেরিয়ে গেলেও (এ প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার ১১ জানুয়ারি, রাত সাড়ে ৮টা) এখনো সন্ধান মেলেনি চার বছরের শিশু আজিমুল ইসলাম আরাফের। শিশুটিকে না পেয়ে চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন তার স্বজনরা।
নিখোঁজ শিশু আরাফ করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি আয়েশা ও নেসলে মার্কেটিং অফিসার গাজী মোহাম্মদ কাউসার দম্পতির ছোট সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞা ইয়াকুবপুর ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার মা বিবি আয়েশার সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিল। সে বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা করছিল। কিছু সময় পর তাকে আর সেখানে থেকে পাওয়া যায়নি। এরপর থেকেই সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশু আরাফের বাবা গাজী মোহাম্মদ কাউসার দৈনিক ফেনীকে বলেন, নিখোঁজের দিন আরাফ তার মায়ের সাথে স্কুলে গিয়েছিল। সেদিন স্কুল প্রাঙ্গণে অন্য শিশুদের সঙ্গে সে খেলাধুলা করছিল। এ সময় তার মা বিদ্যালয়ে বই বিতরণসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে নজর এড়িয়ে গেলে আরাফ নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে আমরা তাকে আর খুঁজে পাইনি। তাকে না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাইফুল ইসলাম বলেন, এখনো নিখোঁজ শিশু আরাফের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে যে এলাকা থেকে সে নিখোঁজ হয়েছে, সেই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি তার পরিবারের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল কি না সে বিষয়সহ সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
