দাগনভূঞা উপজেলার মাতুভূঞায় ঘরের মূল গেটের তালা কেটে দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র ২৬ ভরি স্বর্ণালংকারসহ মোট ৫৫ লাখ ১২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করছেন ভুক্তভোগীরা। গত শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের সফর আলী ভূঞা বাড়ির কাতার প্রবাসী নাসির উদ্দীনের বসতঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী নাসির উদ্দীনের স্ত্রী ববি আক্তার জানান, আমি বেশিরভাগ সময় দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকি। তাদের নিয়ে গত কয়েক দিন পার্শ্ববর্তী জায়লস্কর ইউনিয়নের বারাহীগোবিন্দ এলাকায় বাবার বাড়িতে ছিলাম। ঘটনার দিন ঘরে কেউই ছিল না, তালাবদ্ধ ছিল। খবর পেয়ে বাড়ি গিয়ে দেখি ঘরের মূল গেটের তালা ও দরজার ভাঙা। চক্রের সদস্যরা ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। এছাড়া ডায়মন্ডের একটি আংটি ও দুইটি নাক ফুল, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা, নগদ ১২ হাজার টাকাসহ মোট ৫৫ লাখ ১২ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

অন্যদিকে, সাম্প্রতিকসময়ে দাগনভূঞা উপজেলায় সিলোনিয়ায় প্রবাসরি বাড়িতে ডাকাতি, মাতুভূঞা এলাকায় র‌্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের বেকের বাজার এজেন্ট ব্যাংকিং শাখার টাকা লুট ও একাধিক স্থানে গরু চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় চুরির মামলা প্রক্রিয়াধীন। যেহেতু ঘটনার সময় ঘর তালাবদ্ধ ছিল, তাই এটি ডাকাতির কোনো ঘটনা নয়।