দাগনভূঞা উপজেলার হীরাপুর এলাকায় একটি পোল্ট্রি ও পাখির খামার আগুনে পুড়ে কালার বার্ড মুরগি ও কোয়েল পাখির বাচ্চাসহ পুরো খামার পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (২৭অক্টোবর) গভীর রাতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের ওজি উল্যাহ মিয়ার বাড়ি সংলগ্ন মোঃ হোসেন সাজুর এমএইচ পোল্ট্রি ফার্মে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে এক হাজার কালার বার্ড মুরগি, এক হাজার ৫শ কোয়েল পাখির বাচ্চা, ২৫ বস্তা খাদ্যসহ অবকাঠামো পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেন খামার মালিক মোঃ হোসেন সাজু।

ভুক্তভোগী খামার মালিক মোঃ হোসেন সাজু বলেন, আমার তিনটি খামার রয়েছে। সবগুলোতে সিসি ক্যামেরা রয়েছে। ঘুমানোর আগে মোবাইলে সফটওয়‍্যারের মাধ্যমে সবগুলো খামারের সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখলাম সব কিছু ঠিক ছিল। পরে রাত প্রায় ৩টার দিকে ঘুম ভাঙলে মোবাইলে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখার সময় দুইটি খামারের সিসি ক্যামেরা সচল আছে একটি বন্ধ দেখতে পাই। পর সাথে সাথে খামারে গিয়ে দেখি দাউ দাউ করে আগুনে পুড়ছে খামার। স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষণা করা হলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খামার। তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ফার্মে আগুন দেওয়া হয়েছে। এতে ফার্মের মুরগির বাচ্চা কোয়েল পাখিসহ অবকাঠামো পুড়ে প্রায় ৪ লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক ঋণ নিয়ে ফার্মটি গড়ে তুলি। আগুনে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। আমি এর বিচার চাই। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।