আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে দাগনভূঞায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রবীণ কল্যাণ সমিতি’র উদ্যোগে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১ অক্টোবর) সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।

উপজেলা প্রবীণ কল্যাণ সমিতির সহ সভাপতি মাষ্টার খুরশিদ আলমের সভাপতিত্বে ও সাবেক পৌর প্যানেল মেয়র এবং প্রবীণ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য নজির আহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোঃ আশিকুর রহমান মন্ডল, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. গোলাম সদরুদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, উপজেলা প্রবীণ কল্যাণ সমিতির মহাসচিব আবদুল হালিম, যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন, সাবেক ব্যাংকার মিজানুর রহমান হিরো, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, শের-ই বাংলা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন ভূঞা, সাবেক উপজেলা সমবায় অফিসার আবুল ফরাহ, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা আল তাহের, দাগনভূঞা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা গ্রাম ডাক্তার আবু বকর ছিদ্দিক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। এসময় সাংবাদিক, প্রবীণ কল্যাণ সমিতির সদস্যবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদেরকে সমাজের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করার আহ্বান জানান। সকলেই প্রবীণদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ আমরাও দিন দিন প্রবীণের পথে হাটছি আর আজকের প্রবীণ ব্যাক্তিরা এই সমাজের মূল ভিত্তি। কেন না আজ যারা প্রবীণ তারা নিজের হাতে এই সমাজকে গঠন করেছেন। তারা সুন্দরভাবে এই সমাজকে গঠন না করলে আজ আমরা এত সুন্দর সমাজ পেতাম না।