দাগনভূঞা উপজেলায় অতিবৃষ্টি ও স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ সড়ক। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যান চলাচলে বেড়েছে দুর্ভোগ। জনদুর্ভোগের কথা চিন্তা করে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার নেমেছে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহিগোবিন্দ যুব সমাজের একদল তরুণ-যুবক।

উত্তর বারাহিগোবিন্দ যুব সমাজের উদ্যোগে জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা এলাকায় মোল্লাবাড়ির দরজা থেকে আবদুল হক মেম্বারের বাড়ির দরজা পর্যন্ত প্রায় ৩৫০ মিটার রাস্তা সংস্কারের কাজ করা হয়েছে।

এ কাজের উদ্যোক্তা মোঃ মামুন রানা বলেন, বন্যায় এ সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে উত্তর বারাহিগোবিন্দ যুব সমাজের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিই। যুব সমাজের সকলে অর্থ দিয়ে এবং দুইদিন স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করছেন। তিনি আরও জানান, এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত অন্যান্য রাস্তাগুলো সংস্কারের কাজ চালিয়ে নিতে সকালের সহযোগিতা প্রয়োজন।

স্থানীয়রা জানান, যুব সমাজের তরুণদের এ উদ্যোগ প্রশংসনীয়। অন্তত যান চলাচলের উপযোগী করা হচ্ছে।

রাস্তা সংস্কার কাজে সার্বিক সহযোগিতা করেছেন স্থানীয় বাসিন্দা ফেনী জজ কোর্টের এডভোকেট মোঃ ইউছুফ, ইঞ্জিনিয়ার জাফর আহমদ, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল সুমন, শিক্ষক মাহমুদুল হাসান রুবেল ও সেনা সদস্য মোঃ তানভীর আকরামুল হক।