দাগনভূঞায় দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর নগদ অর্থ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে উপজেলার সদর ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া।
অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন, ইউপি সচিব আবদুল সালাম, প্রেসক্লাব সদস্য আবদুল্লাহ আল মামুন ও ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
ইউপি সচিব জানান, আজ বিতরণের প্রথম দিনে ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন, দিনমজুর, কৃষক ও নিম্ন আয়ের ৩০ ব্যক্তির প্রত্যেককে ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে। বাকী ওয়ার্ডগুলোতে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।