করোনা প্রাদুর্ভাব পরিস্থিতিতে সংকটে পড়া দাগনভূঞার ৩০ জন মোটররিকশা চালককে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (৭ জুলাই) তাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।
নির্বাহী কর্মকর্তা জানান, বিতরণকালে চালকরা সরকারি নির্দেশনা অমান্য করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তাদের পুন ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক দেয়া হয়েছে। তিনি আরো জানান, অসহায় মানুষদের সাথে উপজেলা প্রশাসন সবসময় আছে। এসময় সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ইউএনও।
সহায়তার প্যাকেটে ছিলো চাল, তেল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।