ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞার সিলোনিয়ায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মো: আমির হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে নোয়াখালীর মাইজদীর খলিফার হাটের আবদুল মজিবের ছেলে। সে বর্তমানে দাগনভূইয়ার বারাহীগোবিন্দ এলাকায় থাকত। আজ বুধবার (৭ জুলাই) বিকালে সিলোনীয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ফরহাদ নামে অপর এক মোটরসাইকেল কিশোর গুরুতর আহত হয়েছে। তার বাড়ি জায়লস্করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকালের দিকে সিলোনিয়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আমির হোসেন নামে মোটরসাইকেল চালক ওই কিশোর মারা যায়। অপর আহত কিশোরকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: রফিকুল ইসলাম জানান, আহত ওই কিশোরের অবস্থা আশংকাজনক। তার মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগায় উন্নত চিকিৎসকার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।