করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার দিলেন ফেনী বিএম সভাপতি অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম কাওসার। আজ বুধবার (৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুবাইয়েত বিন করিমের কাছে সিলিন্ডারগুলো পাঠিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম কাওসার জানান, বর্তমানে করোনা প্রাদুর্ভাবের উর্ধ্বগতিতে অক্সিজেনের চাহিদা বেড়েছে অনেক বেশি। এ সিলিন্ডারগুলো যোগ হলে হাসপাতালের বাড়তি অক্সিজেন চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এর ফলে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ আরেকটু সহজতর হবে। তিনি আরও জানান, হাসপাতালে মোট ২৯টি সিলিন্ডার থাকা সত্ত্বেও করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় গত ১০ দিনের প্রতিদিনই অক্সিজেন রিফিল করে নিয়ে আসতে হচ্ছে কুমিল্লা বা চট্টগ্রাম থেকে। সহযোগিতার জন্য ফেনী বিএমএ সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।