দাগনভূঞায় কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে নির্দেশনা অমান্য করায় ৩৬ জনকে ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৭ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া।
ইউএনও জানান, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে আজ উপজেলার পৌর শহরের জিরো পয়েন্ট, বাংলা বাজার, ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজার, এতিমখানা বাজার ও মাতুভূঞা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়ে। অভিযানে সরকারী নির্দেশনা অমান্য করায় ও মাস্ক পরিধান না করায় ৩৬ জনকে জরিমানা করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলেন জানান ইউএনও। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।