দাগনভূঞায় চলমান বিধিনিষেধের চতুর্থ দিনে নির্দেশনা অমান্য করায় ৩০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (৩ জুলাই) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে আজ দিনভর উপজেলার তালতলী বাজার, তুলাতলী বাজার, ফাজিলের ঘাট রোড, করিমপুর, জগতপুর, হাসপাতাল রোড ও নুরার টেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্দেশনা অমান্য করে যন্ত্র চালিত যান চালানো, বিকাল ৫ টার পর দোকান খোলা রাখা, অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় ৩০ ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনানুসারে মোট ৬ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।