দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ ব্যক্তির ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দাগনভূঞা উপজেলার আমিরগাঁও, সিলোনিয়া বাজার, জায়লস্কর বাজার, রাজাপুর বাজার, সিন্ধুরপুর বাজার ও কোরাইশ মুন্সী বাজারে অভিযান পরিচালান করা হয়। অভিযানে নির্দেশনা অমান্য করে নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতীত অন্য দোকান খোলা রাখায় এবং মাস্ক না পরায় ১৬ জনকে মোট ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অভিযানে সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য সচেতন করা হয়। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।