কোম্পানীগঞ্জে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ বৃক্ষরোপন করা হয়।
এতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা শাখার সভাপতি নুরুল আবছার পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজি সফি উল্লাহ, ইউনিয়ন পরিষদ সচিব ফখরুল ইসলাম, প্রবাসী আবদুল হাকিম, সংগঠনের পৌর সভাপতি কামাল হোসেন লিংকন, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন রাজু, ইউপি সদস্য হুমায়ুন কবির, থানার এএসআই ইসমাইল, দৈনিক গণমুক্তির কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইমাম হোসেন, দৈনিক ফেনীর দাগনভূঞা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, সংগঠনের কর্মী আবদুল আউয়াল প্রমুখ।