দাগনভূঞায় ১০টি কৃষক দলের মাঝে সেচ উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ মঙ্গলবার(২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জলি রাণী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং কৃষক দলের প্রতিনিধরা।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় ১০টি কৃষক দলের প্রত্যেককে ৮০ হাজার সমমূল্যের সেচ উপকরণ দেয়া হয়েছে। তিনি জানান, খরা মৌসুমে কৃষক সেচ ব্যবস্থাপনার অভাবে জমিতে আবাদ করতে সমস্যায় পড়ে। ফলে অধিকাংশ জমি পতিত হয়। বিতরণকৃত সেচ উপকরণের মাধ্যমে কৃষক দলগুলো নিজেদের জমিতে সেচ প্রদানের পাশাপাশি অন্যান্য কৃষকদেরও সহায়তা করতে পারবে।