দাগনভূঞায় অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার কোরেশমুন্সি বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘মা ইলিশ সংরক্ষণ ২০২০’ এর জারীকৃত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাজারের জালের দোকানে ও মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে বণিক স্টোরের মালিক রতন চন্দ্র বনিককে ১০ হাজার টাকা ও আমিন উল্যাহ নামে অপর এক ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকানগুলো হতে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোস্তাফিজুর রহমান, মাঠ সহকারি মোঃ রিয়াজ রহমান ও মোঃ রিপন ইসলামসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।