দাগনভূঞার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন নাহিদা আক্তার তানিয়া। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মোঃ রবিউল হাসানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুমা জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোঃ রবিউল হাসানের সহধর্মীনি সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ এর প্রভাষক সাদিয়া আলম চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুবাইয়েত বিন করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সী, পৌর মেয়র ওমর ফারুক খান, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, কাশেদুল হক বাবর, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।
গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক আদেশে নাহিদা আক্তার তানিয়াকে দাগনভূঞার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি ছাগলনাইয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) হিসেবে তাকে বদলি করা হয়েছিল। ৩৩তম বিসিএস’র মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি।
অন্যদিকে বিদায়ী ইউএনও মোঃ রবিউল হাসানকে চট্টগ্রাম সিটি কর্পোরশেনে বদলি করা হয়েছে বলে জানা গেছে।