নির্ধারিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দাগনভূঞায় ২ প্রতিষ্ঠানের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে দাগনভূঞা বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইন অনুযায়ী চাল, ডাল, মরিচসহ জাতীয় পণ্য সংরক্ষণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক থাকলেও ওই প্রতিষ্ঠানগুলোতে কৃত্রিম মোড়কে পণ্যগুলো সংরক্ষণ করছিল। তাই পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী বাজারের আল আকসা ট্রেডার্সকে ৮ হাজার ও সুমন ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।