ফেনীর দাগনভূঞায় বসবাসরত প্রবীণদের স্বাস্থ্য সেবার পরিধি বাড়াল উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ ‘প্রবীণদের জন্য অগ্রাধিকার ভিত্তিক স্বাস্থ্য সেবা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম জানান, নিবন্ধনকৃত সকল প্রবীণ প্রতি মাসে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঔষধ পাবে। তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর এবং প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ হাসান শাহরিয়ার কবীর বলেন, প্রবীণদের স্বাস্থ্য সেবায় স্বাস্থ্য বিভাগ সবসময় দায়িত্ব পালনে সচেষ্ট থাকে।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিভিন্ন বিশেষায়িত মন্ত্রণালয়ের মত প্রবীণ কল্যাণ মন্ত্রণালয়ও হওয়া প্রয়োজন। এ সরকার উন্নয়নবান্ধব সরকার। সরকার এর প্রয়োজনীয়তা ভাবতেও পারে। উপস্থিত দাগনভূঞা প্রবীণ কল্যাণ সমিতির সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সংগঠনে প্রবীণ নারীদেরও সম্পৃক্ত করতে হবে। দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাই ভূমিকা রাখছে।
প্রবীণদের স্বাস্থ্য সেবা প্রদান প্রসঙ্গে ডাঃ রুবাইয়াত বলেন, উপজেলায় ১ হাজার ২৯২ জন প্রবীণ নিবন্ধনের আওতায় রয়েছেন। তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে উপজেলার প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিকের আওতায় ভিন্ন ভিন্ন দল করে দেয়া হবে। সেখানে প্রবীণরা তাদের প্রাত্যহিক কর্মকান্ড একে অন্যের সাথে আলোচনা করতে পারবেন। তিনি আরও জানান, দুই বছর পূর্বে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণার স্থাপন করা হয়েছে। যেখানে শুধুমাত্র প্রবীণরাই স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন।
দাগনভূঞা প্রবীণ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ আবদুল হালিম বলেন, স্বাস্থ্য বিভাগের ঘোষিত সেবাসমূহ অবশ্যই সাধুবাদযোগ্য। তবে এ সেবাগুলো নিশ্চিত করার উপর এর স্বার্থকতা নির্ভর করবে।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম।