দাগনভূঞায় মাস্ক না পর বাইরে বের হওয়ায় ১৩ ব্যক্তির ৫ হাজার ৯শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩ জুন) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।
জরিমানাকৃত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালক, যাত্রী ও জনসাধারণ, ক্রেতা-বিক্রেতা ও পথচারী ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত জানান, চলমান করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে বাড়ির বাইরে বের হলে মুখে মাস্ক পরতে স্বাস্থ্য অধিদফতরের সরকারি নির্দেশনা রয়েছে। তবে এই নির্দেশনা অমান্য করে ওই তের ব্যক্তি দাগনভূঞা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়। পরে তাদের পৌরসভার পক্ষ হতে মাস্ক উপহার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল হাসান বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে অবস্থান করা সকল ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। এজন্য নাগরিকদের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে। সকলকে তা মানতে হবে। আইন অমান্য করায় সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ওই তের ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।’