সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন অজিত দেব। রবিবার (২৭ অক্টোবর) তিনি সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন।
এর আগে তিনি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ৩১ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে ভোলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পান অজিত দেব।
তিনি বিদায়ী কর্মকর্তা সোহেল পারভেজের স্থলাভিষিক্ত হলেন। সোহেল পারভেজকে মালদ্বীপ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হিসেবে বদলী করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১৮ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সোহেল বিদায় নেন। রবিবার (২৭ অক্টোবর) নাছরীন আক্তারের কাছ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বুঝে নেন অজিত দেব। তিনি চাঁদপুর সদর থানার ঢালিয়া গ্রামের চিত্তরঞ্জন দেবের ছেলে।