সোনাগাজীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ফ্লেমিং ফোরটি ওয়ান ক্লাবের আয়োজনে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, কনকনে শীতের মধ্যে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক কার্যক্রম হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে শতাধিক নারী, পুরুষ ও বৃদ্ধ কম্বল গ্রহণ করেন। শীতবস্ত্র পেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এ সময় ফেনী জেলা সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর রায়হানুল আবেদীন, সোনাগাজী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আলিফ আল গনি, ডাকবাংলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
