বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে পরিচালক (প্রটোকল) হিসেবে যুক্ত হয়েছেন মেজর (অব.) মইনুল হোসেন।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেজর (অব.) মইনুল হোসেন সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোয়াজ্জেম হোসেনের বড় সন্তান। মইনুল হোসেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরের পর প্রয়াত বেগম খালেদা জিয়ার সিএসএফ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক (নিরাপত্তা) হিসেবে মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, পরিচালক (প্রটোকল) হিসেবে মেজর (অব.) মইনুল হোসেন এবং পরিচালক (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে নিযুক্ত করা হয়েছে।
