সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় সিঁধ কেটে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের। গত শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে সাতবাড়িয়া এলাকার রাসেল স্টোরে এ ঘটনা ঘটে।
দোকানটির স্বত্বাধিকারী বেলায়েত হোসেন রাসেল জানান, প্রতিদিনের মতো রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। ফজরের সময় সাতবাড়িয়া তেমুহনী জামে মসজিদের মুয়াজ্জিন দোকানের দরজা খোলা দেখতে পেয়ে দোকান মালিককে খবর দেন। পরে দোকানে এসে তিনি দেখতে পান, দোকানের পূর্ব পাশের (পিছনে) দেয়ালে সিঁধ কাটা।
পরে মালামাল যাচাই করে বেলায়েত হোসেন রাসেল জানান, চোরেরা প্রায় ৩৫ হাজার টাকার ২০ কার্টন সিগারেট, প্রায় ১০ হাজার টাকার মোবাইল কার্ড এবং ক্যাশবাক্সে থাকা আনুমানিক এক হাজার থেকে ১ হাজার ৩০০ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।
তিনি বলেন, এই দোকানই আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। ঋণ করে কোনো রকমে দোকান চালাচ্ছি। এমন সময় চুরির ঘটনায় আমি দিশেহারা হয়ে পড়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
ঘটনাটিকে অত্যন্ত দুখঃজনক উল্লেখ করে সাতবাড়িয়া যুব কমিটির সাধারণ সম্পাদক আবু ইউছুপ ঝন্টু বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাই। আমার জীবনে নিজ এলাকায় এ ধরনের সিঁধেল চুরির ঘটনা আগে দেখিনি। আমরা চাই, প্রশাসন দ্রুত জড়িতদের আইনের আওতায় আনুক।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
