সোনাগাজীর বগাদানায় ইউরোপ প্রবাসী কামালের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৮৭ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের ধরালো অস্ত্রের আঘাতে প্রবাসীর ভাই জামাল আহত হন। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আলমপুর এলাকার সেরাজুল হকের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত জামাল জানান, এখনো বাড়ির সম্পূর্ণ নির্মাণকাজ শেষ হয়নি। রাত আড়াইটার দিকে সামনের দরজা ভেঙে ৬ জন ডাকাত ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। প্রতিরোধের চেষ্টা করলে লোহার বস্তু দিয়ে আমার মাথায় আঘাত করে পিঠে ছুরি দিয়ে কোপ দেয়। ডাকাতদের হাতে বড় কিরিচ, রামদা, কোরাবাই ও ছুরি ছিল। ঘরের ভেতরে ছয়জন ও বাইরে ডাকাত দলের একাধিক সদস্য অবস্থান করছিল। পরে পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

শহীদুল ইসলাম মামুন নামে তাদের এক প্রতিবেশী বলেন, রাত ৩টার পর খবর পেয়ে সেখানে গিয়ে দেখি ঘরের সবকিছু অগোছালো। জামালের মাথা ও পিঠ থেকে রক্ত ঝরছিল। বাড়িতে তখন তাদের মা-বাবাসহ ছয় সদস্য ছিলেন।

এদিকে সোনাগাজীতে একের পর এক ডাকাতি হলেও অপরাধীরা ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।