সোনাগাজীতে সেনাবাহিনীর পৃথক অভিযানে ইয়াবা ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম সুজাপুর ও মুহুরী প্রজেক্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল হালিম (৩২)। তিনি উত্তর চরদরবেশ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আলিফ আল গনির নেতৃত্বে একটি দল ও সোনাগাজী মডেল থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। প্রথমে সোনাগাজী সদর ইউনিয়নের পশ্চিম সুজাপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হালিমকে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে মুহুরী প্রজেক্ট নতুন ব্রিজের পূর্ব পাশে, তেমুনি রাস্তার পশ্চিম পাশের একটি জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৪৬২ পিস ইয়াবা ও দুই বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সেনাবাহিনীর পৃথক অভিযানে একজনকে গ্রেপ্তারসহ পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ও মদ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


