সোনাগাজী সদর ইউনিয়নে এক পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব চৌধুরী বাজারসংলগ্ন আব্দুল আজিজ খান পাঠান বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পল্লী চিকিৎসক ডা. শাহজাহান দীর্ঘদিন ধরে স্থানীয় ভৈরব চৌধুরী বাজারে ফার্মেসি ও পল্লী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

ডাকাতির অভিযোগ প্রসঙ্গে তার মেয়ে ফজিয়া খানম বলেন, আমি ও আমার মা তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছিলাম। হঠাৎ বিকট শব্দে তাকিয়ে দেখি, আটজনের একটি ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে এবং আমার বাবা ও ভাইকে বেঁধে ফেলে। এরপর আমার ও দুই ভাবির আলমিরা থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ছোট ভাবি বাসায় না থাকায় তার আলমিরাটি ভেঙে ফেলে।

পল্লী চিকিৎসক শাহজাহান বলেন, ডাকাতরা দরজার ছিটকিনি ভেঙে ঘরে ঢোকে। সবাইকে একটি কক্ষে চোখ ও হাত বেঁধে আটকে রাখে। পরে তারা স্বর্ণালংকারসহ প্রায় ৪ হাজার টাকা নিয়ে বেরিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।

ঘটনার পর ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান ও সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ প্রসঙ্গে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনাটি তদন্ত করছি। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে। আশা করছি দ্রুত ডাকাতদের শনাক্ত করা সম্ভব হবে।