মঙ্গলকান্দি ইউনিয়নে বিএনপির আনন্দ সমাবেশ
সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে নতুন কমিটির সমর্থকদের আয়োজনে এই আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম-সাধারণ মিনার চেয়ারম্যানের সহযোগিতায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত সোনাগাজী পৌর বিএনপির আহবায়ক মন্জুর হোসেন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন কমিশনার, সদস্য সচিব নিজাম উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের নেতা মাঈন উদ্দিন প্রমুখ।
দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নতুন সমর্থক নেতা কর্মীরা মিছিল ঢোল-তবলা নিয়ে আনন্দ উল্লাস করতে করতে ডাকবাংলায় এসে জড়ো হয়।
নবগঠিত পৌর বিএনপির আহবায়ক মন্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্যে বলেন, আমরা জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভেদ চাই না। আমরা সবাই ভাইভাই। আগামী দিনে সবাইকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।
সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কোন লাভ হবে না।
অন্য দিকে সদ্য ঘোষিত সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে দলীয় অর্পিত দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আজ এখানে এসেছি। যারা গত ১৭ বছর যারা দায়িত্বে ছিলেন, দলের জন্য কী করেছেন তা দেখান। বিএনপি নেতাকর্মীরা দেখতে চায়। আসুন প্রতিহিংসা না করে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিলেমিশে কাজ করি।
সোনাগাজী পৌরসভাসহ ৯ ইউনিয়নে বিক্ষোভ
সোনাগাজীতে ঘোষিত উপজেলা ও পৌর আহবায়ক কমিটি বাতিলের দাবিতে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নতুন কমিটি বিরোধী বিএনপির সমর্থক নেতা কর্মীরা। একই দিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে পৌর শহরের জিরো পয়েন্টে পৌর বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ করেছে পৌরসভা, সদর ও চরচান্দিয়া ইউনিয়নের বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীদের দাবি, ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি দলের গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। আমরা এই অবৈধ কমিটি মানি না। যতক্ষণ পর্যন্ত যোগ্য ও ত্যাগি নেতাদের মূল্যায়ণ করা না হবে এবং এই অবৈধ কমিটি বাতিল না করবে ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে।
পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদ্য সাবেক সিরিয়র সভাপতি ইমাম উদ্দিন ভূঞা, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন দুলাল, জেলা সমবায় দলের সভাপতি হোসেন আহমদ, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোশারফ হোসেন আলমগীর, বিএনপি নেতা আলমগীর হোসেন, নুরনবী মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস চেয়ারম্যানের বড় ছেলে ও বিপ্লবী যুব সংঘের প্রধান উপদেষ্টা সাব্বির রায়হান তারেক প্রমুখ।
উল্লেখ্য, রোববার (২২ ডিসেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের স্বাক্ষরিত কমিটিতে উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু এবং সদস্য সচিব করা হয়েছে সৈয়দ আলম ভূঞাকে। এছাড়া পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. এয়াছিন এবং সদস্য সচিব করা হয়েছে নিজাম উদ্দিনকে। এরপরই একইদিন বিকেলে এই কমিটি অবৈধ কমিটি দাবি করে বিক্ষোভ শুরু করে উপজেলা বিএনপির একাধিক নেতা।