সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে একই স্থানে পক্ষে-বিপক্ষে বিজয়-প্রতিবাদী সমাবেশ করেছে দলীয় সমর্থকরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ৩টার দিকে পৌর শহরের জিরো পয়েন্টে বিজয় সমাবেশের আয়োজন করে আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নেতা ও তাদের সমর্থকরা। ওই বিজয় সমাবেশ চলাকালে কমিটি বিরোধী দলীয় অন্য একটি পক্ষ বিক্ষোভ মিছিল নিয়ে আসার খবর পেয়ে নিজ সমর্থকদের নিয়ে স্থান ত্যাগ করে চলে যান আহ্বায়ক কমিটির সদস্যরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৩টায় সোনাগাজীর জিরো পয়েন্টে সমর্থকদের নিয়ে বিজয় সমাবেশ আয়োজন করেন উপজেলা বিএনপির সদ্য আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নেতারা। বিজয় সমাবেশে ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সমছুদ্দিন খোকনের সঞ্চালনায় ও সদ্য ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কালাম চেয়ারম্যান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদি, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হালিম ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

একই দিন দুপুর আড়াইটার পর থেকে সোনাগাজীর ডাক বাংলার জিরো পয়েন্টে জামাল উদ্দিন সেন্টুর সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সোনাগাজী শহরের দিকে এগোতে থাকে। উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন দোলন এবং জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলামের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ‘ভুয়া কমিটি, ভুয়া কমিটি ‘মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে তারা। মিছিলটি সোনাগাজী উপজেলা পরিষদ অতিক্রম করলে খবর পেয়ে পৌর জিরো পয়েন্টে চলমান বিজয় সমাবেশ হঠাৎ শেষ করে সেই স্থান ত্যাগ করেন বিজয় সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

বিজয় সমাবেশের মঞ্চ থেকে নেমে ‘বাবলু-সৈয়দ কমিটি, সবার সেরা কমিটি’ স্লোগান দিয়ে সোনাগাজী বাজারের পশ্চিম অংশে গিয়ে সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ করা হয়। বিজয় সমাবেশ স্থলেই প্রতিবাদ সমাবেশ শুরু করে কমিটি বিরোধী দলীয় নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লন্ডনী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসান মাহমুদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি নুরুল হুদা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মনজুর সবুজসহ সহস্রাধিক নেতাকর্মী।

প্রতিবাদ সমাবেশে বক্তব্যে আমিন দোলন ও কামরুল ইসলাম বলেন, গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে এক পাক্ষিক পকেট ও ভুয়া কমিটি বাতিল করতে হবে। সোনাগাজীতে পরিবারতান্ত্রিক রাজনীতির প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চলছে বলেন তারা।

অন্যদিকে সোনাগাজীর পশ্চিম বাজারে বিজয় সমাবেশের সমাপনী বক্তব্যে আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা বলেন, নবীন ও প্রবীণ সমন্বয়ে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নির্বাচনমুখী ৩১ দফা বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ।