সোনাগাজী মডেল থানায় যোগদানের প্রথম দিনেই হেনস্থার শিকার হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামরুজ্জামান। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানায় এলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টুকে অসহযোগিতার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা থানায় ঢুকে ওসির সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

জানা গেছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সোনাগাজী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মোঃ কামরুজ্জামান। প্রথম কর্মদিবস শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজীর কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে একজন সেবাপ্রত্যাশির সাথে কথা বলছিলেন নবাগত ওসি। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু ওসির কক্ষে প্রবেশ করে নিজের পরিচয় দিয়ে কথা বলতে চান। ওসি তাকে পরে আসতে বলায় ক্ষিপ্ত হয়ে থানা ত্যাগ করেন জামাল উদ্দিন সেন্টু। এরপরই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ নূর এনং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল থানায় ওসির কক্ষে সারাসরি ঢুকে ওসিকে শাসিয়ে জামাল উদ্দিন সেন্টুকে অসহযোগিতা ও অসম্মানের কারণ জানতে চায়। এসময় বাকবিতন্ডায় ওসির কক্ষে হট্টগোল শুরু হয়। পরে থানার ওসি তদন্ত মাকসুদ কামাল এবং সদ্য বিদায়ী ওসি সুদ্বীপ রায় এগিয়ে এসে ছাত্রদলের নেতাকর্মীকে বুঝিয়ে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

থানা থেকে বের হওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ওসিকে আমার পরিচয় দেওয়ার পরও তিনি সময় দিতে অপারগতা প্রকাশ করেন। উনি সাবেক নোয়াখালীর কোম্পানীগঞ্জ পৌরসভার মেয়র মির্জা কাদেরের আত্মীয় সোনাগাজীর জামাই কামাল মাষ্টারকে মেহমানদারি করছিলেন। ফ্যাসিবাদী সরকারের পতনের পরও ফ্যাসিবাদী সরকারের আত্মীয়-স্বজনদেরকে অবৈধ সুযোগ-সুবিধা দিতে এখনো মরিয়া পুলিশের কর্মকর্তারা বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, এটি অনাকাক্সিক্ষত ঘটনা। সাংবাদিকদের সাথে সভা চলাকালীন সময় থেকে সেবাপ্রত্যাশি একজন মহিলা থানায় আমার সাথে কথা বলতে চায়। আমি সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষ করার পর সেবাপ্রত্যাশির কথা শুনছিলাম। এমন সময় আমার কক্ষে এসে জামাল উদ্দিন সেন্টু কথা বলতে চাইলে আমি তাকে ৫ মিনিট অপেক্ষা করতে অনুরোধ করে জানাই। এর পরপরই ১০-১৫ জনের একটি দল এসে থানায় হট্টগোল শুরু করে।