শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই। গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) নবাবপুর ইউনিয়নের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক, স্যানিটাইজার, তাপমাত্রা মাপার যন্ত্র বিতরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈশ্বিক মহামারি করোনাতেও শিক্ষাখাত ঠিক রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। পাশাপাশি সচেতন নাগরিকরাও কাজ করেছেন। দায়িত্বের এমন জায়গা হতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে।
ফেনীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই-এর পৈত্রিক বাড়ি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে। করোনাকালে একাধিকবার জনস্বার্থে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঘর নির্মাণসহ ফেনীতে খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা নিয়েছেন।