স্থগিত হওয়া সোনাগাজী পৌরসভা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে দৈনিক ফেনীকে এই তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটওয়ারী।
তিনি জানান, করোনা মহামারীর কারনে সোনাগাজী পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছিল। সে প্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনের এক সভায় নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য গত ১১ এপ্রিল ২০২১ সোনাগাজী পৌরসভা সহ দেশের ৯ টি পৌরসভা ও ৩২৩ টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।করোনাভাইরাস এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। আগামী ২০ সেপ্টেম্বর সোনাগাজী সহ দেশের ৯ টি পৌরসভা ও ১৬১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।