সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকার ফেনী নদী থেকে নুর মোহাম্মদ (৮৮) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ আগস্ট) বিকালে লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে মুহুরী প্রজেক্ট এলাকায় নদীর পানিতে একটি ভাসমান লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশটির শরীরে পঁচন ধরে বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। ইতোমধ্যে বৃদ্ধের পরিবারের সন্ধান পাওয়া গেছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।