সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবুর পিতা মরহুম মোঃ বদিউজ্জামান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এম জহিরুল হায়াত।
এসময় অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু।
চেয়ারম্যান বাবু বলেন, আমার বাবা মরহুম বদিউজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মতিগঞ্জ ইউনিয়নের নাগরিকদেরকে জরুরি প্রয়োজনে ২৪ঘন্টা ফ্রি অক্সিজেন সেবা দেয়া হবে।