সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক ছিটানোর জন্য ভূমি উন্নয়ন করের অর্থায়নে স্প্রে মেশিন সরবরাহ করা হয়েছে। আজ শনিবার (৩১ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম. জহিরুল হায়াত। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু।
একই অনুষ্ঠানে এল. জি. এস. পি-৩ এর অর্থায়নে উপজেলার বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের পাঠাগারের বুক সেলফ ও বই বিতরণ করা হয়। এছাড়া মতিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসার ইকবাল হাসান, মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহফুজ আলম মিয়াজী।
এসময় আরো উপস্থিত ছিলেন মতিগঞ্জ ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মোরশেদুল হক মেনন, মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন টিপু, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান সোহাগ, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জামিল তারেক, মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরনবী মিষ্টার, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক সোহেল প্রমুখ।